প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৮:১৯:১৫ প্রিন্ট সংস্করণ
সোহরাওয়ার্দী খান, কুমিল্লা:
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ভারতীয় আতশবাজি ও মেহেদিসহ ৬ মাদক-চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে ২ এপ্রিল সকালে জেলার মেঘনা উপজেলার লুটেরচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার কোল্লাপাথর গ্রামের জামাল হোসেনের ছেলে কামরুল হাসান, কৃষ্ণপুর গ্রামের মৃত বিজন চন্দ্রঘোষের ছেলে রাজীব চন্দ্র ঘোষ, কুমিল্লা সদর উপজেলার নবগ্রাম গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ সোহেল, জয়পুরহাট সদর উপজেলার শাপলানগর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে সুজন হোসেন এবং একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে মোঃ জনি হোসাইন। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
অপরদিকে একই দিন ভোরে কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১৮ হাজার পিস ভারতীয় আতশজবাজী ও ১ হাজার পিস ভারতীয় মেহেদীসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলায়েত হোসেন লিটন নোয়াখালীর কবিরহাট উপজেলার রামবল্লভপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।