প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৪:৪৭:১২ প্রিন্ট সংস্করণ
মোঃরফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
বাবা-মায়ের দাম্পত্য কলহের স্বীকার যে সন্তানকে হতে হয়, তারই বাস্তব উদাহরণ এই শিশুটি, ১৩ মাস বয়সি এই শিশুটির মা আজ সুজানগর থানায় এসে বার বার কান্না সিক্ত কন্ঠে আকুতি করছিল তাদের দাম্পত্য কলহের কারণে তার শিশু সন্তানকে কেঁড়ে নিয়ে তাকে বাসা হতে বের করে দেওয়া হয়েছে। সে মায়ের আকুতি কারো অন্যায় এর বিচারের জন্য নয়, সে শুধু তার দুগ্ধপোস্য শিশু সন্তানকে ফিরে পেতে চায়,আমাদের ত্বরিত ব্যবস্থায়,জরুরি অফিসার এসআই আবু হানিফার মাধ্যমে উদ্ধার হলো শিশুটি। এক মা ফিরে পেলো তার বুকের ধনকে আর আমরা
সুজানগর থানা পুলিশ পেলাম পেশাগত দ্বায়িত্বের তৃপ্ততার ছোঁয়া
তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান
তিনি বলেন অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।