• আরো

    নিখোঁজের ২২ দিনেও পাওয়া যায়নি স্কুল পড়ুয়া জনি’র খোঁজ

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৬:৪২:০০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

    গাজীপুর মহানগরের পূবাইল থানা ধীন ৪০ নং ওয়ার্ডের কুবদা, সিঙ্গারটেক এলাকার থেকে গত ১৯ মার্চ রমজান ওরফে জনি,(১২) পিতা আনোয়ার হোসেন, মাতা, জরিনা বেগম এর ছেলে ১৯ মার্চ সকাল ৮ টার দিগে বাড়ি থেকে সকালের নাস্তা খেয়ে বের হয়ে যাওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাচ্ছে না তাহার পরিবার।

    নিখোঁজ রমজান ওরফে জনি পূবাল থানা ধীন ৪০ নং ওয়ার্ডের কুবদা, সিঙ্গারটেক এলাকার আনোয়ার হোসেন, মাতা, জরিনা বেগম এর ছেলে।

    নিখোঁজের মা জরিনা বেগম জানান, গত (১৯ মার্চ) সকালে আমার ছেলে রমজান ওরফে জনি কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়। তার পর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে (২৫ মার্চ) আমার ছেলেকে খু়ঁজে পূবাল থানায় জিডি করা হয়। যাহার বের্তার বার্তা নাং ২৮।
    এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল ভূইয়ার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন পুবাইল থানা পুলিশদের পক্ষ থেকে চেষ্টা চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ