প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ১২:০০:১৫ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সহ সম্পাদক, মাদারীপুর -৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আনিসুর রহমান তালুকদার খোকন এর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খোকন মুক্তি পরিষদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে মিছিলটি বিএনপি দলীয় কার্যালয় নয়াপল্টন হতে শুরু হয়ে বিজয় নগর মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুব সিকদার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হক হাওলাদার তাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান হিমেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, আব্দুল আলিম, মিজানুর রহমান নাহিদ, এস এম আল আমিন, সহ সভাপতি নাহিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হামিদ খান, শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, তাহাজ্জুদ জনি, যুবনেতা কাওসার সিকদার, তিতুমীর কলেজ ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, নুর আকাশ, সহ সভাপতি রাকিব, আদার থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে বীরদর্পে দেশে ফিরিয়ে আনা, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কে বাধাগ্রস্ত করতেই রাজপথের সাহসী যোদ্ধা আনিসুর রহমান তালুকদার খোকন কে গ্রেফতার করে অবৈধ বাকশালি আওয়ামী পুলিশ। কিন্ত জাতীয়তাবাদের আর্দশের একটি কর্মী বেঁচে থাকতে এ অপকৌশল বাস্তবায়ন হতে দেবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রিয় নেতাকে মুক্ত করা হবে।