প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৬:০২:৩৭ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভূলতা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান সজিব (১৭) নামের ১ এস এস সি পরীক্ষার্থীকে টেস্ট পরীক্ষা চলাকালে শিক্ষকের সামনে টেস্ট পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে স্কুলের গেটের সামনে প্রকাশ্যে এলো-পাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
পরে বাধা দেওয়ার সময় আরো ৩ জন ছাত্রকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল শনিবার দুপুর ১২টার দিকে ভুলতা স্কুল এন্ড কলেজের গেটের সামনে।
নিহত মেহেদী হাসান সজিব (১৭) চাপাই জেলার শিবগঞ্জ উপজেলা, ফালপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। তবে গত ১৪ বছর যাবত ভুলতা গাউছিয়া বলাইয়া এলাকায় ভাড়া থাকে এবং ভূলতা স্কুলে লেখা পড়া করছিলেন৷
আজ স্কুলের টেস্ট পরীক্ষা দিতে এসে প্রাণ দিতে হয়েছে সজিবকে। সজিব হত্যাকারীর ফাঁসির দাবিতে ছাত্রছাত্রীরা মহাসড়কের কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দীর্ঘ যানজটের সৃষ্টি করে ভুলতা স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রীরা।
পরে ভূলতা গাউছিয়া মার্কেটে থাকা ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মুস্তাফিজুর রহমান সহ ভূলতা ফাঁড়ির সকল পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং খবর পেয়ে রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমানও ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
এ বিষয়ে রুপগঞ্জ থানাদিন ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আসলে ঘটনাটি খুবই দুঃখজনক তবে আমরা খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রুপগঞ্জ থানা ও ভূলতা পুলিশ ফাঁড়ির পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। (ওসি) মোস্তাফিজুর রহমান আরো জানান, মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং আমরা আসামি ধরার জন্য আমাদের অভিযান চালাচ্ছি।