• আরো

    কালীগঞ্জে এনা পরিবহনের সাথে সিএনজি সংর্ঘষে ঘটনাস্থলে ১ জন নিহত আহত ১জনকালীগঞ্জে এনা পরিবহনের সাথে সিএনজি সংর্ঘষে ঘটনাস্থলে ১ জন নিহত আহত ১জন

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৬:৪৮:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

    গাজীপুরের কালীগঞ্জে মুলগাঁও নামক স্থানে দ্রুতগতির এনা পরিবহনের সাথে সিএনজি র মুখোমুখি সংর্ঘষে এক যুবক ঘটনাস্থলে মারা গেছে ।
    ঘটনাটি ঘটেছে আজ সকাল ১১:৩০ মিনিটের সময় কালীগঞ্জ উপজেলার ঘোড়াশাল টঙ্গী বাইপাসে মুলগাঁও নামক স্থানে।
    কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ফজলুল হক জানান, সকাল প্রায় ১১:৩০ ঘটিকার সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর মৃতদেহ ক্ষতিগ্রস্ত সিএনজি কালীগঞ্জ থানায় নিয়ে আসি।
    বাকি যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১:৩০ঘটিকার সময় সিএনজিটি টঙ্গী থেকে যাত্রী নিয়ে ঘোড়াশাল যাওয়ার পথে মুলগাঁও নামক স্থানে পৌছঁলে পূর্ব দিক থেকে দ্রুতগামী একটি এনা পরিবহন এর অতিরিক্ত ডান দিকে নিয়ে সিএনজির একপাশে ধাক্কা মারে এসময় ডান পার্শ্বে অজ্ঞত এক ব্যক্তি ঘটনাস্থলে মারা অজ্ঞত যুবকের বয়স আনুমানিক বিশ বছর বলে জানা যায়, জানা যে যায়,ছেলেটির পরনে কালো সার্ট,কালো প্যান্ট, কালো ক্যাস্ট জুতা ছিল,ছেলেটির ডান পার্শ্বের একাশং বিকৃত হয়ে গেছে, সিএনজি চালক পালাতক রয়েছেন, সি এন জির অপর দুই যাত্রী মা মেয়ে সুস্থ আছেন, তাদের বাড়ি পলাশ উপজেলার ঘোড়াশালে বলে জানা যায়। অপর এক অজ্ঞাত ব্যক্তিকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হয়,পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দ্রুতগামী এনা পরিবহনের টি কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতার কাপাশিয়া রাজ হোটেলের সামনে আটক করতে সক্ষম হয়েছে, এ বিষয়ে কাউকে আটক করা হয়নি, তবে কালীগঞ্জ থানা পুলিশের প্রাথমিক সুতরাল রিপোর্ট চলছে, কালীগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে, বলে যানা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ