• আরো

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায়, মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ৯:২৭:২২ প্রিন্ট সংস্করণ

    আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদক:

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কাশিনাথপুর রেস্ট হাউজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল ইসলাম সানুর সভাপতিত্বে। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষক দারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনিছুর রহমান। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দাতা সদস্য মোখলেছুর রহমান মুকু, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের পরিচালক সদস্য রিজু, ফেরদৌস তপন সালাউদ্দিন প্রমুখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জাহিদ,আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনিরসহ অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।

    প্রথমেই পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানকে তিনটি ভাগে ভাগ করা হয়। এসএসসি ২০২৩ শিক্ষার্থীদের প্রতিটি শিক্ষার্থীদের সম্মাননা কেস্ট প্রদান করা হয়। এছাড়াও মডেল টেষ্ট পরীক্ষার সেরা ২০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৭ হাজার টাকা সহ আর্কষণীয় মোট ২০ টি পুরস্কার দেওয়া হয়।

    এ সময় বিদায় বেলায় প্রতিটি শিক্ষার্থীদের মঙ্গল কামানায় মোনাজাত করা হয়। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আবেগ আপ্লূত হয়ে সবাইকে দোয়া করেন। প্রতিটি শিক্ষার্থীদের লক্ষ্যে অটুট থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়।

    উল্লেখ্য বৃহত্তর কাশিনাথপুরে শিক্ষার প্রসারে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল সদা সচেষ্ট। ২০২২ সালের এসএসসি পরীক্ষার কাশিনাথপুরে সর্বাধিক ৬০ জন এ+ সহ শতভাগ পাশের মাধ্যমে অভাবনীয় সাফল্য অর্জন করে। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সকল শিক্ষক মনে করেন গতবারের চেয়ে আরো ভালো রেজাল্ট অর্জন করবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ