প্রতিনিধি ২ মে ২০২৩ , ৭:০৪:০৬ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়ন ও গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো, সিমলাবো এলাকা সহ গোলাকান্দাইল নতুন বাজার এবং ২ ইউনিয়ন বাসীর সবার কাছে একজন জনপ্রিয় ও সমাজসেবক ব্যক্তি হজী মোঃ আল-ইমরান। তিনি তার নিজস্ব অর্থায়নে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত।
এবং হজী আল-ইমরান সাহেবের সিমলাবো, আমলাবো এলাকাসহ ভুলতা ইউনিয়ন ও গোলাকান্দাইল ইউনিয়ন সহ রুপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের পাশে সর্বদা নিজস্ব অর্থায়নে সুখে, দুঃখে মানুষের পাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এতে করে এলাকাবাসীর কাছে জনপ্রিয় ও সমাজসেবক হয়ে উঠেছেন হজী আল-ইমরান সাহেব।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, আমরা সুখে, দুঃখে আমাদের পাশে যে কোন সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া গরিবের বন্ধু সমাজ সেবক এই হজী আল- ইমরান সাহেবকে আমাদের পাশে সব সময় পাই। আমরা সবাই তার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এই ধরনের দয়াবান, হৃদয়বান মানুষ প্রত্যেকটা এলাকায় যদি হতো গরীব, দুঃখী, অসহায় ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে আমাদের সমাজ ও এই দেশ আরো অনেক আগেই বহুদূর পৌঁছে যেত।
এইসব বিষয় নিয়ে হজী মোঃ আল ইমরান জানান, আমার কাছে ব্যক্তিগতভাবে গরিব, দুঃখী, অসহায়, এতিমদের পাশে দাঁড়ানো বিষয়টি খুব ভালো লাগে। তবে আমার যতটুকু সাধ্য আমি সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর এই কাজটি শুধু আমার একার নয় এটা কিন্তু আমাদের একটা সমাজের দায়িত্ব বলে আমি মনে করি। তবে যতদিন বাঁচবো ততদিন জনগণের পাশে গরিব, দুঃখী, অসহায়, এতিমদের পাশে থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ।