• আরো

    সাঁথিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল শিশু শামীম

      প্রতিনিধি ৫ মে ২০২৩ , ৭:২৪:১৬ প্রিন্ট সংস্করণ

     

    তাইজুল ইসলাম সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম নামে (৮) এক শিশু মারা গেছে। সোহাগ নামে(৫) আরেক শিশু আহত হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার কাশিনাথপুরের ফরহাদ হোসেনের ছেলে। করমজা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সোহেল রানা জানান, নানাবাড়ি বেড়াতে এসেছিল দুই শিশু শামিম ও সোহাগ।এরা সম্পর্কে দু’জন খালাতো ভাই। নানার বাড়ির পাশে একটি প্লাষ্টিক কারখানায় খেলতে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তারা অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

    বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত জানান, দুপুর ৩ টায় শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সাঁথিয়া

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু হয়েছে । ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ