• আরো

    সিরাজগঞ্জ চৌহালীতে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১

      প্রতিনিধি ৬ মে ২০২৩ , ২:২৯:৪৩ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি :

     

    সিরাজগঞ্জের চৌহালীতে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ। উপজেলার খাষখাউলিয়া ইউনিয়নের জোতপাড়া হাট থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’

    গ্রেপ্তারকৃত আসামি হলেন, নেত্রকোনা জেলার নেত্রকোনা থানার উলুয়াটি গ্রামের চাঁন মিয়ার ছেলে রিপন মিয়া (৪০)’

    শনিবার (৬ এপ্রিল) সকালে আসামি মো: রিপন মিয়ার রিরুদ্ধে চুরি মামলা রুজি করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

    এ বিষয়ে ইজিবাইক মালিক মো: মাইন উদ্দিন বলেন, গত ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে জোতপাড়া হাটে বাজার করতে উপজেলা পরিষদের কাঁঠাল বাগানের সামনে রেখে যাই ৷ পরে এসে দেখি আমার ইজিবাইকটি নাই চুরি হয়েছে। এলাকাবাসীসহ আমি ইজিবাইক খোঁজার জন্য গেলে রাস্তায় আমার ইজিবাইক দেখে এলাকাবাসীর সহযোগিতায় চোরসহ গাড়ি আটকিয়ে নাগরপুর থানায় ফোন করলে এসে নাগরপুর থানায় আসামিকে হস্তান্তর করেন। পরে স্থানীয় ও নাগরপুর থানার সহযোগিতায় চোর চক্রের এক ব্যক্তিকে চৌহালী থানায় হস্তান্তর করা হয়৷ এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, চোরকে ইজিবাইকসহ আটক করে এলাকাবাসী চৌহালী থানা পুলিশকে খবর দিলে চোরসহ ইজিবাইক থানা আনা হয়। ইজিবাইকটি থানায় পুলিশে হেফাজতে রয়েছে’ ৷ আসামীর বিরুদ্ধে চুরি মামলা রুজি করে আদালতে প্রেরণ করা হবে ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ