প্রতিনিধি ৬ মে ২০২৩ , ৭:৫৫:২১ প্রিন্ট সংস্করণ
সোহরাওয়ার্দী খান, কুমিল্লা:
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ সোহাগ (৩৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে সোহাগ নামে এক সন্ত্রাসীর কাছে থাকা সাদা রঙের একটি শপিং ব্যাগ থেকে একটি দেশীয় রিভলভার, ২ রাউন্ড গুলি ও ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোহাগ জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।
তিনি আরও জানান, আসামি সোহাগের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে থানায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।