• আরো

    রূপগঞ্জে দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!  

      প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৫:১২:৫৯ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি এলাকার ইছমত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) ও আব্দুস সাত্তারের ছেলে নয়ন খন্দকারকে (৩৫) আজ ৯ মে মঙ্গলবার পুলিশ ৫০ পিছ ইয়াবাসহ আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলী হোসেন অভিনব কায়দায় গত ২০ বছর ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ মাদক ব্যবসা করে আসছিল।

    এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী আলী হোসেন দীর্ঘদিন ধরে কখনো জটিল রোগে আক্রান্ত রোগী, কখনো কিডনী রোগী, আবার কখনো হাত ভাঙ্গা রোগী সেজে মাদক বিক্রি করে আসছে। হাত ভাঙ্গা রোগী হিসেবে হ্যান্ডসিলিংয়ের ভেতরে করে সে মাদক দ্রব্য সরবরাহ করে আসে। রূপগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম তার সঙ্গীয়দের নিয়ে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলী হোসেন ও নয়ন খন্দকারকে আজ মঙ্গলবার বাড়িয়া ছনি এলাকা থেকে আটক করে। পরে অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

     

    অভিযুক্ত রূপগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিছ ইয়াবাসহ আলী হোসেনকে আটক করা হয়। এসময় আলী হোসেন নিজেকে হৃদরোগী পরিচয় দিয়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। উপায়ন্তর না দেখে এলাকাবাসীর সহযোগীতায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে নয়ন খন্দকার ছেড়ে দেওয়ার কারণ জানাতে পুলিশ অনীহা প্রকাশ করে।

    রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ