• আরো

    ইতালিয়ান ট্রেড এজেন্সি অ্যাওয়ার্ড পেলো বুটেক্সের তিন শিক্ষার্থী 

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ৭:০৭:১২ প্রিন্ট সংস্করণ

     

    শামীম,বুটেক্স প্রতিনিধি:

    টেক্সটাইল শিল্পে প্রযুক্তির অগ্রসরতায় গত ০৭ মার্চ ২০২৩ ইতালিয়ান ট্রেড এজেন্সি এবং দ্যা অ্যাসোসিয়েশন অফ ইতালিয়ান টেক্সটাইল মেশিনারী, বুটেক্স শিক্ষার্থীদের নিয়ে একটি গবেষণা প্রতিযোগিতার আয়োজন করেছিল। যার ফলাফল গতকাল ৯ই মে প্রকাশিত হয়।উক্ত প্রতিযোগিতায় বুটেক্সের ৪র্থ বর্ষের, মো মাইনুল ইসলাম,ফারিয়া তাসনিম ও অভিষেক দাসের গবেষণা বিজয়ী হয়।

     

    প্রতিযোগিতায় অভিষেক দাশ গুপ্ত কর্তৃক দাখিলকৃত প্রজেক্ট দুইটি হলো: Devising a Vibration-Based Fault Detection System for Textile Machinery এবং Devising an IoT-Based Water Quality Monitoring and pH Controlling System for Textile ETP. প্রথম প্রজেক্টে সেন্সরের মাধ্যমে সার্কুলার নিটিং মেশিনের ভাইব্রেশনের পরিবর্তন শানাক্ত করার মাধ্যমে মেশিনের সমস্যা নির্ধারনের ব্যবস্থা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় প্রজেক্টে একটি স্বয়ংক্রিয় ডিভাইস তৈরি করা হয়েছে যার মাধ্যে ইটিপি পানির বিভিন্ন স্থিতিমাপ যেমন pH, Temperature, TDS, ORP, EC, DO নির্নয় করতে পারে এবং তা ওয়েবসাইটে দেখাতে পারে এবং প্রয়োজনে এসএমএস এবং ইমেইলে বার্তা পাঠাতে পারে। সেই সাথে সেন্সরের মানের সঠিকতা নির্নয় করা হয়েছে ল্যাব পরীক্ষার মাধ্যমে পাওয়া মানের সাহায্যে।

    ফারিয়া তাসনিম মজুমদার কর্তৃক দাখিলকৃত প্রজেক্ট An IoT-enabled Air Pollution Monitoring System for Green Production Planning in Textile Industry. এই প্রজেক্টে একটি ডিভাইস তৈরি করা হয়েছে যা বাতাসের বিভিন্ন স্থিতিমাপ এবং গ্যাসীয় পদার্থের ঘনত্ব মাপতে পারে সেই সাথে সেইসব মান ওয়েবসাইটে দেখাতে পারে। তাছাড়া AQI মেশিন লার্নিং এর মাধ্যমে প্রেডিক্ট করা হয়েছে।

    মো: মাইনুল ইসলাম কর্তৃক দাখিলকৃত প্রজেক্টে সমূহ হলো Automatic pH Controlling System of Dyeing Machine এবং Sound-Based Fault Detection For Textile Machinery. প্রথম প্রজেক্টে ডাই বাথের pH নিয়ন্ত্রণ করা হয়েছে স্বয়ংক্রিয় ভাবে কেমিক্যাল সংমিশ্রণের মাধ্যমে। দ্বিতীয় প্রজেক্টে শব্দের তারতম্য নির্নয়ের মাধ্যমে সার্কুলার নিটিং মেশিনের সমস্যা নিরূপণের জন্য ডিভাইস তৈরি করা হয়েছে।

     

    বিজয়ী শিক্ষার্থীরা আগামী ০৮ থেকে ১৪ জুন ইতালির মিলান শহরের Fiera Milano Rho এক্সিবিসন সেন্টারে অনুষ্ঠিতব্য টেক্সটাইল ও গার্মেন্টস টেকনোলজী এক্সিবিসন, ITMA-2023

    এ বিনামূল্যে ভ্রমণ ও পর্যবেক্ষনের সুযোগ পাবে।

    তাছাড়া গবেষণা সংশ্লিষ্ট একজন শিক্ষকও পুরষ্কৃত শিক্ষার্থীদের সাথে থাকবেন।

     

    বিজয়ী গবেষকরা বলেন,টিএমডিএম বিভাগের প্রধান প্রফেসর ডঃ সেখ মোঃ মমিনুল আলমের নেতৃত্বে একই বিভাগের শিক্ষক অনুপম মণ্ডল ও তারিক রেজা তোহার যৌথ প্রচেষ্টায় এই গবেষণা শুরু হয়েছিল।প্রোজেক্ট গুলো বাস্তবায়নে ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ক্লাঊড ব্যাবহার করা হয়েছে। কিন্তু চলমান গবেষণা বাস্তবায়নের জন্য আরও বেশী বাজেট, হাই-পারফরমেন্স কম্পিউটার ল্যাব ও সিলেবাসে পরিবর্তন একান্ত প্রয়োজন বলে গবেষকরা মনে করেন।

     

    প্রফেসর ডঃ সেখ মোঃ মমিনুল আলম বলেন,টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রযুক্তির অগ্রসরতাকে সামনে রেখে ৪র্থ শিল্প বিপ্লব এর সাথে মানিয়ে নেয়ার জন্য টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইন্টেনেন্স বিভাগ তার ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছে। কম্পিউটার ভিশন, ইন্টারনেট অফ থিংস (আইওটি), হিউম্যান-ম্যাশিন ইন্টারেকশন, স্মার্ট সেন্সর এর সাথে সাইবার ফিজিক্যাল সিস্টেম হল চতুর্থ শিল্প বিল্পবের সবচেয়ে গুরুত্বপুর্ণ উপাংশ গুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে চতুর্থ শিল্প বিল্পবের লক্ষ্যে যে উপাংশ কে ভিত্তি করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যলয়ের টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইন্টেনেন্স বিভাগের সিংহভাগ গবেষণা। কয়েক বছর ধরে চলমান এই গবেষণার সফলতা-স্বরূপ বিভাগ পেয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া ও আমেরিকা তে কনফেরেন্স ও জার্নালে পাবলিকেশন এবং বিভিন্ন কম্পিটিশনে এওয়ার্ড সমূহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ