প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ৬:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ
শামীম,বুটেক্স প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কনফারেন্স কক্ষে রংপুর বিভাগীয় বুটেক্সের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত বুটেক্সিয়ান অ্যাসোসিয়েশন অব রংপুর ডিভিশন (বার্ড)-এর প্রথম কার্যকরী কমিটির সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বুটেক্সিয়ান অ্যাসোসিয়েশন অব রংপুর ডিভিশনের পক্ষ থেকে বুটেক্সের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল ও নবনির্বাচিত সিআইপি-২০২১ মো: মনিরুজ্জামান বাদশা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বার্ডের কার্যকরী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির। এছাড়াও কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা ও বুটেক্সের বিভিন্ন ব্যাচের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বার্ডের নেতৃবৃন্দ বুটেক্স উপাচার্যের কাছে বুটেক্সের রংপুর বিভাগের শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। বুটেক্স ক্যাম্পাসে সভা,সেমিনার সহ রংপুর বিভাগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের ব্যাপারে কথা বলেন।
বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জান তার বক্তৃতায় বলেন,” বুটেক্সিয়ান অ্যাসোসিয়েশন অব রংপুর ডিভিশন (বার্ড) যোগ্য নেতৃত্ব পেয়েছে। তিনি বার্ডের উত্তরত্তোর সাফল্য কামনা করেন এবং বার্ডকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।”