প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৮:১৯:১৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে গড়ে ওঠা পাবনা জেলা সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অবস্থিত ‘আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগার’ গণগ্রন্থাগার অধিদপ্তরের সরকারি অনুমোদন পেয়েছে।
রবিবার (০৪ জুন, ২০২৩) সকালে গাইবান্ধা জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান জনাব মো. এনামুল হক গণগ্রন্থাগার অধিদফতরের তালিকাভুক্তিকরণ সনদ প্রদান করেন।
সনদ গ্রহণ করেন আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মিঠুন সেখ মিঠু।
এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২২ ) সকালে সরেজমিনে পাঠাগার পরিদর্শন করেন পাবনা জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব মো. এনামুল হক। এ সময় তিনি পাঠাগারের অবকাঠামো, রেজিস্ট্রার সহ যাবতীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করেন। পরে কাগজপত্রের সঠিকটা থাকায় তিনি সরকারের পক্ষে এ নিবন্ধন প্রদান করেন।
লাইব্রেরিয়ান জনাব মো. এনামুল হক বলেন, আলহাজ্ব আব্দুল হাই শেখ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মিঠুন সেখ মিঠু স্বপ্ন দেখেন একটি আলোকিত সমাজের যেখানে থাকবে না কোনো নিরক্ষর মানুষ, থাকবে না কোনো অন্ধকার। ছোট্ট মানুষের আকাশসম স্বপ্ন। পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন।