প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৪:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ–
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ০৬/০৬/২০২৩ তারিখ ০৮.৫০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, উপ অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এবং সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন পাবনা পৌরসভাস্থ অনন্তমোড় সংলগ্ন ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ রাঘবপুর এলাকায় জনৈক মোঃ মুকুল খন্দকার এর বাসার সামনে পাবনা টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ২১৪ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি ট্রাক (চাবিসহ), খড়-৯,০০০ আটি, ব্যাগ-০১টি, ট্যাক্স টোকেন-০১টি, রুট পারমিট-০১টি, মোবাইল-০১টি, সিমকার্ড-০২টি ও নগদ-২৪,৩০০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আসরাউল (৩২), পিতা-মৃত নুরুল হুদা, সাং-ধাতমা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।