প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৭:৫১:৪১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যােগে পাবনায় কাশিনাথপুর সাংগঠনিক অফিসের উদ্ভোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে কাশিনাথপুরের ফুলবাগান মোড়ে সাংগঠনিক অফিস উদ্ভোধন শেষে কাশিনাথপুর ফুড ক্লাব চাইনিজ রেস্টুরেন্টে উদ্ভোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ মোঃ আনিছুর রহমান মিয়া।
প্রতিষ্ঠানের কাশিনাথপুর সাংগঠনিক অফিসের এজিএম ও ইনচার্জ মোছাঃ তিথি খাতুনের সভাপতিত্বে ও সাঁথিয়া এফপিআর সেন্টারের ডিজিএম মোঃ মনিরুজ্জামান মনিরের পরিচালনায় উদ্ভোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রাজশাহী বিভাগের এসইভিপি ও ইনচার্জ শাহাদত হোছাইন ছিদ্দিকী, পাবনা এফপিআর সেন্টারের ইনচার্জ ড. মোঃ মাহবুবুল আলম, সাঁথিয়া এফপিআর সেন্টারের জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মোঃ মাসুম বিল্লাহ্।
এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বেড়া সাংগঠনিক অফিসের এজিএম মোঃ জহরুল ইসলাম ও সাঁথিয়া এফপিআর সেন্টারের ইউনিট ম্যানেজার মোঃ শামসুল হক শামীম।
প্রতিষ্ঠান কর্তৃক শতভাগ লক্ষ্যে পূরণ করায় কাশিনাথপুর সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোছাঃ ইয়াসমিন আরাকে সংবর্ধনা দেওয়া হয়।