• আরো

    গাজীপুরে কালীগঞ্জের কামাররা এখন ব্যস্ত সময় পার করছে

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৭:২৫:৫১ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

    কোরবানীর ঈদ আসতে এখনো আর মাত্র১০ দিন বাকি এরই মধ্যে গাজীপুরের, কালীগঞ্জের কামাররা পশু কুরবানীর সরঞ্জাম চাপাটি, পটি, বটি,দা, ছুরিসহ পশু কুরবানীর যাবতীয় সরঞ্জাম বানিয়ে মুজুদ করছে , ঈদের পূর্বে বাজারে বিক্রি করার জন্য।

     

    গাজীপুর সরেজমিনে গাজীপুর সদর,পূর্বাইল,টংঙ্গী বাজার,বরমী,শ্রীপুর,কালিয়াকৈর, জাঙ্গালিয়া,দালন বাজার,জামলপুরে উলুখোলা,বক্তারপুর, সাওরাইদ, আওরাখালী,নাগরী,ঘূরে দেখা গেছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের বড় ঈদ হল ঈদুল আযাহা, এই ঈদুল আযাহা কে সামনে রেখে অনেকেই পূর্বপুরুষের রীতি অনুযায়ী পশু কুরবানী দিয়ে থাকেন।

     

    আর সেই পশু কুরবানীর সরঞ্জাম কামাররা আগেভাগেই দিন-রাত পরিশ্রম করে বানাতে দেখা গেছে। বর্তমানে কামার পাড়া গুলোতে টিং টং শব্দে কান স্তব্ধ হয়ে যায়। মোটা লোহাগুলো আগুনে পুড়িয়ে নরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পশু কোরবানির ধারালো সরঞ্জাম তৈরি করছে কামারেরা।

     

    কালীগঞ্জের পিংঙ্কা কেঁচি সান ঘরের মালিক মোঃ বিল্লাল হোসেন বলেন প্রতিবছরের ন্যায় এ বছরও আশা করি আমরা পশুর কুরবানীর সরঞ্জাম চাপাট, ছুরি, বটিসহ অন্যান্য আরো অনেক কিছু বিক্রি করে কিছুটা হলেও লাভবান হব।

    কেননা গত করোনা মহামারীতে আমরা অনেক লোকসান করেছি আশা করি এবার পুষিয়ে নিতে পারবো।

    অপর দিকে কামার সিদাম বলেন ঈদের আর বাকি ১০ দিন কিন্তু সেই হিসেবে দা,বটি,ছুরি,চাপাটি তে পানি দেওয়ার জন্য এখনো তেমন লোকজন আসতেছেনা,তবে বৃষ্টির প্রতিকুলতা শেষ হলে ঈদের দুই একদিন পূর্বে ভিড় হবে বলে আমাদের প্রতিনিধিকে জানান।

    ছাড়াও বর্তমানে লোহার দাম অনেক বেড়েছে সেই তুলনায় আমরা মাথার ঘাম পায়ে ফেলে যেসব সরঞ্জাম তৈরি করি তার সঠিক মূল্য পাই না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ