প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৭:২৮:৩৩ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ড কাপ টুনামেন্টে কাশিনাথপুর ইউনিয়ন বিজয়ী হয়েছে। ফাইনালে নাগডেমরা ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কাশিনাথপুর ইউনিয়ন। সাথিঁয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহি অফিসার মাসুদ আলম, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুব আেম বাচ্চু, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী বাগচি, কাশিনাথপুর সৌখিন ফুটবল একাডেমির প্রচার সম্পাদক কাজল, কামরুজ্জামান প্যারিস, প্রকৌশলি শাহ বলম রাত্তুল ব্যক্তিত্ব শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের শরীল চর্চার শিক্ষক জানে আলম প্রমুখ।
উক্ত খেলায় কাশিনাথপুর ইউনিয়ন এর সার্বিক দায়িত্বে ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার সাজিবুল হাসান সুজন। এ সময় সুজন বলেন আমি দীর্ঘদিন বরাট মোস্তাক স্মৃতি সংঘে ফুটবল খেলার সাথে জড়িত আছি। খেলার ভালো মন্দ আমরা বুঝি।
এ সময় কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী বলেন – দশরত্ন জননেত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। একটা জাতীর উন্নয়নের রুপকার হলো যুব সমাজ। তাই যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এই টুনামেন্ট এর আয়োজন করা হয়েছে। তিনি এ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য আগামি ২৭ জুন মাননীয় ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি মহোদয় এ খেলার পুরস্কার বিতরণ করবেন।