প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৯:১৯:৩১ প্রিন্ট সংস্করণ
ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধি:
বাড়ীতে সন্ধ্যাকালীন সময় মনোরমা সুত্রধর নামের মহিলা খুন।ঘটনাটি ঘটেছে পাবনা জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়ী বাজারের পাশে।গতকাল রথের মেলা শেষে বাড়ী এসে সন্ধ্যাকালীন পূজার পস্তুতি নিচ্ছিলেন মনোরমা সুত্রধর। দুর্বৃত্তরা বাড়ীর মধ্যে ঢুকে তাকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে চলে যান। বাড়ীতে বয়স্ক মহিলা একাই থাকতেন।তার স্বামী দুদু সুত্রধর প্রায় দশ বছর আগেই মারা গিয়েছেন।
তিন সন্তান কে অনেক কষ্ট করে মানুষ করেছেন সব ছেলেরাই বাহিরে চাকুরী করেন। ছেলেরা তাকে কাছে নিতে চাইলেও স্বামীর ভিটে ছেড়ে যেতে নারাজ ছিলেন। সন্তানেরা সব সময় খোঁজখবর রাখতেন তার মায়ের।মা তার সন্তানদের শান্তি সমৃদ্ধি কামনায় প্রতিদিন পূজায় বসতেন। ছোট ছেলে সমীরন সুত্রধর একজন প্রকৌশলী। তার বিয়ে দিবেন বলে প্রস্তুতিও নিচ্ছিলেন।কিন্তু তার আগেই নির্মম ভাবে নিহত হতে হলো। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। আমিনপুর থানায় মামলা হয়েছে।এবং লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে