প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৩:৪৭:০৯ প্রিন্ট সংস্করণ
মোঃ রোকন মিয়া (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (২০ জুন) উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌরএলাকার প্রানকেন্দ্র (গবা মোরে) ও প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়।
মঙ্গলবার বিকাল ৩টায় থেকে প্রায় ১ঘণ্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনদৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল হান্নান দৈনিক ভোরের পাতার আব্দুল মালেক সিনিয়র সাংবাদিক শহিদুল আলম বাবুল দৈনিক আজকের দর্পণের শাহানুর রহমান লিটন প্রমুখ।
বক্তারা বলেন শুধু গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার করলেই চলবে না। অবিলম্বে সাংবাদিক নাদিমের খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দূর্ণীতি ও নারী কেলেংকারী সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।