• আরো

    স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেলেন ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর এ্যাডমিন রনি রহমান সহ ইপির ১৪ সফল নারী উদ্যোক্তা

      প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৮:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

     

     

    স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেয়েছেন ইপি- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর এ্যাডমিন রনি রহমান সহ ইপির মোট ১৪ সফল নারী উদ্যোক্তা।

     

    গত ১৯ জুন স্বাধীনতা সংসদ এর ৩২ তম বর্ষপূর্তি উপলক্ষে এ্যাডমিন রনি রহমান কে স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২৩ এ বর্ষসেরা ই- বিজনেস উদ্যোক্তা ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্বাধীনতা সংসদ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে রনি রহমান বিশেষ অতিথি হিসেবে ও উপস্থিত ছিলেন।

     

    নারী উদ্যোক্তাবান্ধব এফ কমার্স প্ল্যাটফর্ম Entrepreneur and E-commerce Platform(EP)- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা এ্যাডমিন রনি রহমান উদ্যোক্তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এর মাধ্যমে এগিয়ে নিতে ২০২১ সালের ২৫ শে জানুয়ারী ফেসবুকে শুরু করে দেন উদ্যোক্তাদের নিয়ে কাজ। বর্তমানে ইপির অনলাইন সংগঠনে সদস্য সংখ্যা ১ লাখ ৫৮ হাজার। গুপটিতে প্রায় ২৫ হাজার উদ্যোক্তা এখানে রয়েছেন। সারা বাংলাদেশ ব্যাপী বর্তমানে অনলাইন এর পাশাপাশি অফলাইনে উদ্যোক্তা মিটাপ, মেলা এর মাধ্যমে কাজ শুরু হয়ে গেছে। ইপি -উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর মেধাবী ও দক্ষ ২৬ জন মডারেটর রয়েছেন। ৬৪ জেলায় ৬৯ জন জেলা প্রতিনিধি এবং ১৪৯ জন সহ প্রতিনিধি রয়েছেন।

     

    ইপি- উদ্যোক্তা প্লাটফর্ম এর ১৪ জনকে সফল নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে স্বাধীনতা সংসদ শাংনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সফল নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন ইপির নুসরাত জাহান, শিরিন সুলতানা তুলি, তাজমিনা আক্তার রুমা, নুরজাহান আমিন, সালমা আক্তার, উর্মি শিমুল,আফরোজা খাতুন অধরা, সাহেরা খাতুন আইরিন, শারমিন সাত্তার অবনী, মোনালিসা রহমান, ইলোরা মোস্তাফি রীমা, খুশী খন্দকার, সালমা রহমান এবং ডঃ মৌসুমী ভদ্র। উক্ত অনুষ্ঠানে ইপির উপদেষ্টা মোহাম্মদ রোমান মিয়া ও উপস্থিত ছিলেন।

     

    ইপির এ্যাডমিন রনি রহমান বলেন,যেকোন এ্যাওয়ার্ড কাজের গতি বাড়িয়ে দেয়, কাজ করার অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতে আমাদের কাজের ধারা অব্যাহত থাকবে, আমরা তৃণমূল নারীদের এগিয়ে নিয়ে আসতে চাই। বিভিন্ন প্রশিক্ষণ এর মাধ্যমে উদ্যোক্তাদের আরও দক্ষ করে গড়ে তুলব। তিনি আরও বলেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এর ভেতর রয়েছে নিজস্ব কুরিয়ার, সারা বাংলাদেশ অফলাইন মেলা, বিভাগীয় শহরে ইপি সেল সেন্টার, নিজস্ব ই – কমার্স, এক্সপোর্ট সহ ৩০ টি পরিকল্পনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ