প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৩:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ
মোঃ কায়সার আহম্মেদ, পাবনা সংবাদদাতাঃদেশ প্রেম জাগানোর কর্মসূচীর অংশ হিসেবে পাবনার চাটমোহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের শীর্ষক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবির গল্প বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা আহবায়ক খালেদ হাসান পরাগের পরিকল্পনায় বৃহস্পতিবার (২২-জুন) বিকাল ৪টায় চাটমোহর আফ্রাতপাড়ায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল সভাপতিত্বে ও জার্মানি গবেষণা ও ছবির গল্পের পরিকল্পনা সহযোগী দ্বীন ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুমন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সম্পাদক শাম্মী আক্তার। এ সময় তিনি বলেন , বাংলাদেশের প্রাণ তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টা ঘুমান। বাকি ২০ ঘণ্টা তিনি বাংলাদেশ মুক্ত করার স্বপ্ন নিয়ে এবং দেশকে সংমিশ্রণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় এই নিয়ে রাত জেগে কাজ করেন। তিনি বলেন, যারা ভারতে পালিয়ে গিয়ে কুমিরে পরিণত হয়েছিল তাদেরসহ শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছেন জিয়াউর রহমান। ১৩ই মে বাংলাদেশে আসলেন। ৩০ শে মে ১৭ দিনের জিয়াউর রহমান শাহাদত বরণ করেন। শেখ হাসিনা সেই সময় আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে যাচ্ছিলেন ভারত। কেন সে পালিয়ে যাচ্ছিলেন। জিয়াউর রহমান হত্যাকান্ড সাথে তিনি নিশ্চয়ই যুক্ত ছিলেন। আজ শেখ হাসিনা মানুষের ভোটকে ছিনতাই করে ছিনতাইকারি পার্লামেন্ট পরিণত করেছেন। অনুষ্ঠানে বিশেষ আলোচক বাংলাদেশর প্রাণ তারেক রহমান সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, চাটমোহর উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সাংসদ আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম ও চাটমোহর উপজেলা বিএনপির সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। উপস্থিত ছিলেন,পাবনা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন,নাট্যকার চলচ্চিত্র পরিচালক ও পাবনা জেলা (জাসাস) নেতা আশরাফুল রহমান, চাটমোহর পৌর বিএমপি সাবেক আহবায়ক মোঃ আসাদুজ্জামান আরশেদ,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক, চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন হোসেন, চাটমোহর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইসলাম হোসেন, চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম আরিফ ও চটমোহর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ আকাশ প্রমূখ।