প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৮:৫২:০১ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি মহদয়ের কনিষ্ঠ পুত্র স্যাটেলাইট টেলিভিশন জি টিভির চেয়ারম্যান ও এফবিসিআই’র পরিচালক গোলাম আশরিয়া বাপ্পি সাহেবের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ৬ং ওয়ার্ডের ৫টি মসজিদ ও ১টি মাদ্রাসায় দোয়া করা হয়েছে।
আজ ২৩ জুন (শুক্রবার) মুড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার আবু ভূইয়ার পক্ষ থেকে ওয়ার্ডের (১) মীরগদাই জামে মসজিদ, (২) বাড়ইপাড়া জামে মসজিদ, (৩) মিরকুটি জামে মসজিদ, (৪) পারাইন জামে মসজিদ, (৫) মিরকুটির ছেও জামে মসজিদ ও (৬) মিরকুটির দারুল-উলুম ইসলামিয়া মাদ্রাসাসহ মোট ৬ নং ওয়ার্ডের পাঁচটি জামে মসজিদ ও একটি মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে গোলাম আশরিয়া বাপ্পি সাহেবের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করিয়েছেন এবং দোয়া শেষে জুম্মার মুসল্লিদের মিষ্টি বিতরণ করা হয়েছে।