• আরো

    কাশিনাথপুর বাজারে ৬০০ টাকা কেজি কাঁচা মরিচ

      প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ১০:১৯:০৭ প্রিন্ট সংস্করণ

    আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদক:

     

    কাশিনাথপুর খুচরা বাজারে বুধবার দুপুরে ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তবে আগের দিন প্রতিকেজি কাঁচা মরিচ সাড়ে ৪০০ টাকা ছিল বলে জানান বাজারের ব্যবসায়ীরা।

     

    রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদে কোরবানির পশুর গোশতা রান্নার অন্যতম উপকরণ কাঁচা মরিচ। কোরবানির ঈদ সামনে রেখে হঠাৎ করে কাঁচা মরিচের রেকর্ড দাম বেড়েছে। সরবরাহ সংকটের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

     

     

     

     

    বুধবার দুপুরে কাশিনাথপুর বাজারে বাজার করতে যান বরাট গ্রামের মুন্নাফ শেখ। তিনি কাঁচা মরিচ কিনতে গিয়ে রীতিমতো আঁতকে ওঠেন। তিনি বলেন, আমি আধাকেজি কাঁচা মরিচ কিনতে বাজারে এসেছি। এখন দেখি দাম ৬০০ টাকা কেজি। তাই বাধ্য হয়ে ১২০ টাকায় ২০০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম।

     

    এদিকে মসলার দাম এতটা বাড়ায় মড়ার ওপর খাড়ার ঘা যেন মধ্যবিত্ত পরিবারের। কাশিনাথপুর মরিচপুরান থেকে বাজার করতে আশা এক ক্রেতা বলেন – আমরা বাচুম কেমনে আদা ৪০০ টাকা কেজি মরিচ ৬০০ এছাড়াও প্রতিটা জিনিসের দাম বেশি। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে।

     

    বাজারের বাণিজ্যালয় নামের আড়তের দোকানি সাইফুল বলেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ এক্কেবারে কম। এখন পাইকারি খুচরা একই রেট। ৬০০ টাকা কেজিকে বিক্রি করতে হচ্ছে কাঁচা মরিচ। একইভাবে আশপাশের দোকানগুলোতেও ৬০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি করছেন আড়তদার ব্যবসায়ীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ