প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৯:২২:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রোটারি বর্ষের প্রথম দিন শনিবার ১লা জুলাই রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্ট এর আর্থিক সহায়তায় আর সি সি কাশিনাথপুর এর আয়োজনে
পাবনা জেলার কাশিনাথপুরে শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ। এদ্রাকপুর কে এ আলিম মাদ্রাসা। কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালয় এ আলাদাভাবে মোট ৩০ জন শিক্ষার্থীদের মাঝে নিয়মিত প্রজেক্ট এর ধারাবাহিকতায় ২০২৩ সালের শিক্ষা সহায়তা বৃত্তি এর চেক হস্তান্তর করা হয় ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মীর মনজুর এলাহী চেয়ারম্যান, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোটারিয়ান তোফায়েল আহমেদ সিন্টু সেক্রেটারী,রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব তরিত কুমার কুন্ডু ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ,জনাব ইসমাইল হোসেন কিরন, প্রিন্সিপাল এদ্রাকপুর কেএ আলিম মাদ্রাসা, জনাব মোঃ মতিয়ার রহমান প্রধান শিক্ষক, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালয়।
রোটারি আরসিসি সদস্য মোঃ মাসুদুর রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ মোতালেব হেসেন মোহন, মোঃমাহবুব হোসেন, মোঃফজলুর রহমান,মোঃ আজিজুল কায়সার,মোঃসাইফুল আলম খান সিহাব,মোঃজানে আলম,মোঃজাহান্গীর হোসেন, মোঃরওশন আলী,মোঃআনোয়ার হোসেন সজল,মোঃশরিফুল ইসলাম,মোঃ রাসেদ কবির,মোঃ তসলিম হেসেন সেতু,মোঃ সাকিব হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান মোঃশাহীদুল ইসলাম।