• আরো

    নওগাঁয় চাকলা সরকারি প্রাইমারি বিদ্যালয়ে চুরি

      প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৭:৪৪:৪৭ প্রিন্ট সংস্করণ

     

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার :

     

    নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে নগদ টাকা,সাউন্ড সিষ্টেম ও নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বিদ্যালয়টিতে চুরির ঘটনা ঘটেছে।

     

    চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুদ করিম জানান,ঈদের ছুটি শেষে র আগের দিন শুক্রবার বিকেলে বিদ্যালয়ে গানের শিক্ষক আসেন এবং প্রথমে তালা ভাঙ্গা দেখে আমাকে কল দেয়, আমিসহ কয়েকজন শিক্ষক মিলে বিদ্যালয়ে চলে আসি,এসে দেখি অন্যান্য রুমের তালা ও ড্রয়ার ভাঙ্গা।

     

    তিনি আরো জানান, চুরিটা আমার কাছে বেশ রহস্যজনক লাগছে, সব শিক্ষক- শিক্ষিকার ব্যক্তিগত ড্রয়ার থেকে মূল্যবান জিনিসপত্র ও বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার ক্লাবের পোষাক,সাউন্ড সিষ্টেম,নগদ টাকাসহ আসবাবপত্র চুরি হয়েছে। বিদ্যালয় ছুটির দিনে আমরা তাড়াহুড়ো করে কয়েকটি ড্রয়ার লাগাতে ভুলে গিয়েছিলাম,যেগুলো বন্ধ ছিলো সেগুলোও ভেঙ্গে মালামাল চুরি হয়েছে।

    বিদ্যালয় অনেকদিন ছুটি থাকার কারনে ভেতরে খবর রাখা সম্ভব হয়নি। আমরা অবশ্যই আইনী পদক্ষেপ নিব।

     

    নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) ফয়সাল বিন আহসান জানান,ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পারলাম,থানায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ