প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৮:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
আজ ১৫/০৭/২৩ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় রাইপুর মাঝপাড়া এন আইডি খান কিন্ডারগার্টেনে সুজানগর উপজেলা কিন্ডারগার্টেনের ঈদ পুনুর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হল।
উক্ত অনুষ্ঠানে রাইপুর এন আইডি খান কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আজম সোহেলের সনঞ্চালনায়
পবিত্র কোরান তেলয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় শুরুতেই কামালপুর বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম ইসমাইল হোসেন বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মরহুম ইসমাইল হোসেন বিশ্বাসের সৃতিচারণ করতে গিয়ে কামালপুর বর্ণমালা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাহেব আলি বিশ্বাস আবেগাপ্লুত হয়ে পড়েন।তিনি বলেন মরহুম ইসমাইল হোসেন বিশ্বাস ছিলেন একজন সাদা মনের মানুষ এবং শ্রেষ্ঠ শিক্ষক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আঃ রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবু কোষাধ্যক্ষ মোঃ আঃ সালাম সহ অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠান সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে কিন্ডারগার্টেনের শিক্ষার মান্নোয়নের উপর গুরুত্বারোপ করেন।
সবশেষে মরহুম ইসমাইল হোসেন বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং দুপরে প্রিতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।