• আরো

    দীর্ঘদিন পর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৮:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ

     

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সারাদেশে শিশু কিশোর দের জাতীয় সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার নব গঠিত কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। গতকাল রাত ০৯ টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পরিচালক সুসান আনোয়ার চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত পুর্নাঙ্গ কমিটির তালিকা সংগঠনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে শেয়ার করেন।

    বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলার নব গঠিত কমিটিতে অযোগ্য, দূর্নীতিবাজ ও চক্রান্তকারীদের বাদ দিয়ে দীর্ঘদিনের ত্যাগী, সংস্কৃতিমনা, এবং যোগ্য ও শিক্ষিতদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে বলে মনে করছেন জেলার সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ। অনেক জল্পনা কল্পনা শেষে ইতিমধ্যে জেলার সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠের তৃনমুল নেতাকর্মীদের নিয়ে কয়েকটি বর্ধিত সভার আয়োজন করা হয়। সেখান থেকে সকলের সহযোগিতা এবং পরামর্শে একটি গতিশীল এবং কার্যকরী নেতৃত্ব নির্বাচনের জন্য জেলা কমিটির যোগ্য ও ত্যাগী নেতাদের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। কেন্দ্রীয় কমিটি কর্তৃক যাচাই বাছাই শেষে অভিজ্ঞ এবং নতুন প্রজন্মের সমন্বয়ে জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে ।

    কুড়িগ্রাম জেলা কমিটিতে পদ পেলেন যারা: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার পরিচালক হয়েছেন মালা দেব, এছাড়াও জেলার সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার ও মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক বানী ইসরাঈল বকসী লিনাদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম জি, রাব্বুল ইসলাম পাপ্পু।

    ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে সংগঠনের

    উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন যারা:

    কুড়িগ্রাম সদর আসনের সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সমাজ সেবায় একুশে পদক প্রাপ্ত স্বনামধন্য আইনজীবী এবং উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, অলক সরকার, নি.ম ক্রাউন, ছানালাল বকসী, আ,ন,ম ওবায়দুর রহমান, এবং সাবেক সংরক্ষিত আসনের এম পি নাজমিন সুলতানা নাজলী।

    দলটির কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েছেন যারা:

    সাংবাদিক শ্যামল ভৌমিক, আশীষ বকসী, মোস্তাফিজার রহমান, পারভেজ হাসান, মোল্লা মামুন, এবং সাবেক জেলা পরিষদ মহিলা সদস্য অধ্যাপক মাহবুবা বেগম লাভলী।

    এছাড়াও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার পৃষ্ঠপোষকতায় যাদের নাম রয়েছে:

    আলহাজ্ব জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মোস্তাফিজার রহমান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জিল্লুর রহমান টিটু, যুবলীগ নেতা আনিছুর রহমান খন্দকার চাঁদ, কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রেদোয়ানুল হক দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী লুতফর রহমান বকসী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, ও গ্রীন লাইফ হাসপাতালের পরিচালক ডা: অমিত কুমার বসু।

    এদিকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটির অনুমোদন দিয়ে তাতক্ষনিক ফোনে জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক বানী ইসরাঈল বকসী লিনাদ এবং সাংগঠনিক সম্পাদক এম জি, রাব্বুল ইসলাম পাপ্পুকে অভিনন্দন জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াছিন মোহাম্মদ।

    পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিষ্টিমুখ করান নতুন কমিটির নেতৃবৃন্দ।

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ