• আরো

    পাবনার ডিবি পুলিশ কর্তৃক ১৯ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক।

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ১০:৪৮:২২ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

    পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে অদ্য ইং ২৫/০৭/২০২৩ তারিখ বিকাল ১৮.৫৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা, এএসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন বিপিএম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মুলাডুলি বাজারস্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করিয়া

     

    মাদক ব্যবসায়ী

     

    ১। মো: মমিনুল ইসলাম (২২), পিতাঃ মো: গোলাম মোস্তফা, সাং-বগুলার কুটি, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম এর নিকট হইতে ০৯ (নয়) কেজি গাঁজা, ০১ টি মোবাইল,

     

    ২। মো: মাহতাব (৩৫), পিতাঃ মৃত মুনতাজ, সাং-নিজামখা(তারাপুর), থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা এর নিকট হইতে ০৮ (আ্ট) কেজি গাঁজা, ০১ টি মোবাইল,

     

    ৩। মো: রফিকুল ইসলাম (৩৫), পিতাঃ মো: জাহাঙ্গীর আলম, সাং-সোনাইকাজী, থানাঃ ফুলবাড়ি, জেলাঃ কুড়িগ্রাম এর নিকট হইতে মাদক দ্রব্য ০২ (দু্ই) কেজি গাঁজা, ০১ টি মোবাইল সহ গ্রেফতার করা হয়।

     

    উদ্ধারকৃত মালামাল সমুহঃ

     

    ১. সর্বমোট (০৯+০৮+০২)= ১৯(উনিশ)কেজি মাদক দ্রব্য শুকনা গাঁজা,

     

    ২. ০৩ টি বাটন মোবাইল ফোন,

     

    ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা এর ঈশ্বরদী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ