• আরো

    প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ৮:১৩:১৮ প্রিন্ট সংস্করণ

     

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম:

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ০২ আগষ্ট রংপুর জেলা স্কুল মাঠে মহাসমাবেশে উপস্থিত থাকবেন। তারই অংশ হিসেবে ঐতিহাসিক রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রাম জেলার ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ,কুড়িগ্রাম জেলা শাখার বিশেষ প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনানের নির্দেশনা অনুযায়ী আজ বিকাল ৫ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে রংপুর বিভাগীয় ঐতিহাসিক মহা সমাবেশে ছাত্র জনতার উপস্থিতি এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক এই প্রস্তুতি সভায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ