• আরো

    নওগাঁয় সম্মাননা স্মারক পেলেন নাফিসা নূর সাথী

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৪:৫০:৩৭ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

     

    নওগাঁয় সম্মাননা স্মারক পেয়েছেন বকুল বালিকা ছাত্রী ফোরামের সাধারন সম্পাদক নাফিসা নূর সাথী। Naogaon News24 চ্যানেলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রবিবার সন্ধ্যায় বরেন্দ্র অফিস সংলগ্ন এলাকায় সাথীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন Naogaon news24 এর প্রকাশক ও সম্পাদক গোলাম মোর্তুজা,সহকারী প্রকাশক শহিদুল ইসলাম ও বার্তা সম্পাদক ইব্রাহীম মিঠুন।

    এ সময় উপস্থিত ছিলেন হুমায়রা ঝিনুক মিষ্টি,ফাল্গুনী সাহা,ফারিহা মঞ্জুর,আসমাউল হুসনা তানিয়া,সহ আরো অনেকেই।

     

    সম্মাননা স্মারক পেয়ে নাফিসা নূর সাথী জানান, সত্যিই ভালোলাগা কাজ করছে, Naogaon News24 এর জন্য সব সময় শুভ কামনা থাকবে। তাদের উন্নতি কামনা করছি

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ