প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৯:২৬:০২ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টার:
আমরা সাধারণত সংখ্যার জরিপের দিক দিয়ে অধিকাংশই নিম্ন মধ্য আয়ের মানুষ আমরা স্বাস্থ্য বিধান মেনে নিয়মিত চেক-আপ করতে পারি নাহ্। যখন আমাদের সমস্যা দেখা দেয় তখন আমরা সাধারণত ডক্টরের কাছে যা-ই এবং অসুস্থ অবস্থায় ভোগান্তি ছাড়া সঠিক চিকিৎসা আশা করি। কিন্তু আমাদের সাথে বিষয় টা উল্টো হয় সিরিয়াল দিয়ে সারা দিন হয়রানি এবং টেস্ট করা রিপোর্ট সংগ্রহ করে ডক্টরের কাছে পরামর্শ নেওয়া। আর সেই ক্ষেত্রে যদি সাধারণ মানুষ বিভিন্ন টেস্ট এবং উচ্চ রেটে ডক্টর অ্যাপ্রয়নমেন্ট নিয়ে সারাদিন হয়রানি হয়ে ডক্টরদের শতশত রোগী দেখার টার্গেট পূরণের লক্ষ্যে তারাহুরোর কারণে সাধারণ মানুষ ভুল চিকিৎসার শিকার হয় তখন রোগীর এবং তার পরিবারের উপর দিয়ে যে ক্ষতি হয় তা কখনোই পূরণীয় নয়।
আমরা সাধারণ মানুষ একটু সঠিক চিকিৎসা আশা করতেই পারি এটা আমাদের ভূল না অধিকার। কিন্তু ডক্টর রা জোঁকের চেয়েও ভয়ংকর জোঁক সাধারণত দুই মুখ হয় এবং দুই পাশ থেকেই রক্ত চুষে খায় আর অন্য দিকে ডক্টর আপ্রয়নমেন্ট, টেস্ট, এমনকি ঔষধ কোম্পানি থেকেও সুবিধা নেয়।
আমি মনে করি চিকিৎসা দেওয়া একটা মহৎকর্ম এখানে অসুস্থ রোগী এবং তার পরিবার তখন সবচেয়ে বেশি অসহায় তখন যদি একটা ভোগান্তি ছাড়া সঠিক চিকিৎসা দেওয়া যায় সেটাই মহৎ।
এখানে ভুল চিকিৎসার এবং পরামর্শের নমুনা দেওয়া হলো। প্রথম ভিজিটে 4D আল্টা আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আনুমানিক বাচ্চার (ভ্রণের ওজন) : ৪৪৮ গ্রাম এবং সম্ভাব্য ডেলিভারি ডেট ০২.১০.২৩ (১০ দিন আগে পরে হতে পারে)
১মাস পর দ্বিতীয় ভিজিটে
বাচ্চার ডেলিভারি ডেট ২৭.১০.২৩ (৭দিন আগে পরে হতে পারে) এখানে ২৫ দিন এর গড়মিল।
বাচ্চার আনুমানিক ওজন : ৭৬৫ কেজি (এটা কি তিমির বাচ্চা 🤔) বাচ্চার কিডনির সমস্যা পানি শুকিয়ে গেছে ইত্যাদি।