প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ৯:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ
তাইজুল ইসলাম স্টাফ রিপোর্টার :
গত কাল (১০ আগস্ট) ২৩ রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারে ১৭০ টি অবৈধ চায়না দুয়ারি জাল যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেইসাথে কুরিয়ার সার্ভিস 24 লিমিটেড” এর গাড়ী আটক করা হয় এবং দুই জাল ব্যবসায়ীকে সর্বমোট ১,২০,০০০(এক লক্ষ বিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান।
গাড়ীটি ডেমরা থেকে অবৈধ জাল নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রা করছিল।
উক্ত ১৭০ টি জালের মধ্যে ৭০ টি জালের মালিক ফরিদপুর উপজেলার ডেমরার বাসিন্দা প্রশান্ত হালদারের ছেলে রিপন হলদার এবং অবশিষ্ট ১০০ টি জালের মালিক একই গ্রামের পরেশচন্দ্র হালদারের পুত্র আশুপদ হলদার। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ জালের ব্যাবসা করে আসছে। উক্ত কারেন্টজাল পরিবহন ও বিক্রয় করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী আশুপদ হালদারকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা ও রিপন হালদারকে ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন নাগডেমরা ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ধূলাউড়ি পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা।
এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন জনাব মোঃ খাদেমুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার, সাঁথিয়া, পাবনা । কুরিয়ার সার্ভিসের গাড়ী জব্দ করে থানায় সোপর্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান বলেন, জনস্বার্থে ও মৎস্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।