• আরো

    ধামরাইয়ে হোন্ডা কাপ ফুটবল টুনামেন্ট শুভ উদ্বোধন 

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৬:৪৫:২০ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ আমিনুর রহমান স্টাফ রিপোর্টার:

    ধামরাইয়ে বনলতা স্পোর্টিং ক্লাবের এর আয়োজনে আমছিমুর মুক্তিযোদ্ধা মাঠে প্রাঙ্গনে হাজী গেদু মিয়া এন্ড আব্দুল্লাহ হাই ভোল্টেজ হোন্ডা কাপ ফুটবল টুনামেন্ট এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

     

    সোমবার (১৪আগষ্ট) উপজেলার আমছিমুর মুক্তিযোদ্ধা মাঠে অংশ গ্রহন করেন ভাতারিয়া ফুটবল একাদশ বনাম প্রত্যাশা ইয়াং স্টার।

     

    এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী আলহাজ্ব গেদু মিয়া, আমছিমুর বনলতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহফুযুল হক শাহীন বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাশী মোঃ ইউসুফ আলী,আমছিমুর গ্রামের সকল মুক্তিযোদ্ধা ও দুর্দান্ত থেকে ফুটবল প্রেমিকরা। প্রত্যাশা ইয়াং স্টার কে ০৩ গোলে পরাজিত করে কালিয়াকৈর ভাতারিয়া ফুটবল একাদশ বিজয়ী হয়েছেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ