• আরো

    সাটুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষকের মানব বন্ধন 

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৩:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ আমিনুর রহমান স্টাফ রিপোর্টার :

    মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় মসসাইল এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে ৫ টি গ্রামের কৃষক একত্র হয়ে মানববন্ধন করেছেন।

    বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে সাটুরিয়া উপজেলা, সাটুরিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম মিলে জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানব বন্ধন অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির, সদস্য, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ, সহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত কয়েক শত সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

     

    ভুক্তভোগী কৃষকরা জানান দীর্ঘদিন ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারনে কয়েকশত হেক্টর ফসলি জমির আবাদ ব্যাহত হচ্ছে।পানাইজুরী গ্রামের বাসিন্দার মালেক মেম্বার জানান, নতুন ব্রীজ নির্মানে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন মসসাইল এলাকায় খালের উপর ঘর নির্মান করে প্রবাহিত খালের মুখ বন্ধ করে দেওয়ায়। খাজি খালি নদীর শাখা খালটি বৃষ্টির পানি কোথাও নিষ্কাশন হতে পারেনি। কৃষকের ফলসের ক্ষতি সহ খালের নোংরা পানিতে এডিস মশার বংশ বিস্তার করেছে। যার ফলে বিভিন্ন রোগের দূর্ভোগ পহাতে হচ্ছে এলাকাবাসীদের। একাধিক বার ব্রীজ ঠিকাদার প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে কোন প্রতিকার পাওয়া যাননি।

     

    এ বিষয়ে স্থানীয় সাধারণ কৃষকরা খালের জলাবদ্ধতা নিরসনে মানিকগঞ্জ জেলা প্রশাসকের বরাবর লিখিত গণস্বাক্ষর দেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জুর দাবি জানান।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ