• আরো

    কালীগঞ্জে ভিমরুলের কামড়ে বিদ্যুৎ শ্রমিক নিহত

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৯:২১:০৩ প্রিন্ট সংস্করণ

     

    মো: ইব্রাহীম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

    গাজীপুরের কালীগঞ্জে ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশেপাশে থাকা গাছের ডাল পরিষ্কার করতে গিয়ে ভিমরুলের কামড়ে কুতুব উদ্দিন নামে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে বাহাদুরসাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামের কবিরের বাড়ী সংলগ্ন ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশেপাশে থাকা বিভিন্ন গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিল কুতুব উদ্দিনসহ কয়েকজন শ্রমিক। দুপুর পৌনে একটার দিকে একঝাক ভিমরুল কুতুব উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দিলে বিষক্রিয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুতুব উদ্দিনকে মৃত ঘোষনা করেন।

    নিহত কুতুব উদ্দিন (৩৮) পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) এর টেকনিক্যাল লাইনম্যান পদে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর সদর উপজেলার নগর পাঁচদোনা গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ