প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ৭:৫৩:৫৭ প্রিন্ট সংস্করণ
এ জেড সুজন মাহমুদ,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের উপজেলার লালপুর -ঈশ্বরদী মহাসড়কের প্রাইভেটকার, মোটরসাইকেল, এবং চার্জার ভ্যানের ত্রি-মুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ বাবলু (৪০) নামের ১ব্যাক্তি নিহত ও একই ঘটনায় হামিদুল ইসলাম ও আজগর আলী দুইজন আহত হয়েছে।
বুধবার (২৩শে আগষ্ট-২৩) দুপুরের দিকে হারুনুর রশিদ বাবলু, আজগর এবং হামিদুল তিনজন মিলে মোটরসাইকেল যোগে লালপুর থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা লক্ষীপুর হাট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার,চার্জার ভ্যান এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারুনুর রশিদ বাবলু মারা যান। এলাকাবাসী আহত হামিদুল ইসলাম ও আজগরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার সময় কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ প্রাইভেটকার সরিয়ে নিলে আবারো যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত হারুনুর রশিদ বাবলু একই উপজেলার গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে এবং আহত হামিদুল ইসলাম (৪১)নুরুল্লাপুর এলাকার জনৈক মক্কেল শাহের ছেলে ও আজগর আলী(২৫)গৌরীপুর এলাকার খোদাবক্সের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়,
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজ্জ্বল হোসেন বলেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হচ্ছে।