• রাজনীতি

    ১৭ বছর ধরে দেশে মুজিববাদ সংস্কৃতি চালু করেছিল ফ্যাসিস্ট হাসিনা – সেলিম রেজা হাবিব

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ৮:৪৮:১৭ প্রিন্ট সংস্করণ

    ফেরদৌস হাসান বিশেষ প্রতিনিধি:

    বিএনপির নির্বাহী কমিটির সদস্য পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বলেছেন, বাঙালির নানা ধরনের ঐতিহ্য বাদ দিয়ে গত ১৭ বছর ধরে দেশে মুজিববাদী সংস্কৃতি চালু করেছিল পরাজিত স্বৈরাচার হাসিনা সরকার। এতে করে গ্রামবাংলার প্রকৃত সংস্কৃতি হারিয়ে যাচ্ছিল।

     

    বুধবার (১৬ এপ্রিল) সন্ধায় পাবনার সুজানগর উপজেলার আমিনপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

     

    সেলিম রেজা হাবিব বলেন, দেশের এতিহ্য ও বাঙালি সংস্কৃতি হলো- জারি গান, পালা গান, বৈশাখী মেলা, নৌকা বাইচ ইত্যাদি। কিন্তু গত ১৭ বছর ধরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ একটি চেতনাকে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে।সেটি হলো মুজিব বন্দনা তথা মুজিববাদ সংস্কৃতি। মুজিব বন্দনা ছাড়া দেশের মানুষের সাংস্কৃতি চর্চা বন্ধ ছিল। যার জন্য গ্রাম বাংলা থেকে সকল ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল। মানুষ প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে।

     

    তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবারো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মুক্ত পরিবেশে এমন পোগ্রামের মাধ্যমে আগামীতে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি ফিরিয়ে আনব ইনশাআল্লাহ । এসব ঐতিহ্যকে ধারণ করে আগামীকে বৈষম্যহীন সমাজ গড়তে চাই।

     

    বিএনপির কেন্দ্র থেকে ৪ বিভাগে সাংস্কৃতিক বাংলা নববর্ষ উপলক্ষে ওপেন কনসার্টের আয়োজন করার কথা থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সম্মান রেখে বন্ধ করা হয়েছে। বর্ষবরণের মাধ্যমে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। আমার এলাকায় সকল হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

     

    নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জননেতা তারেক রহমান যেভাবে চলতে বলবেন, আমরা সেভাবে কাজ করব। দেশে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এগুলো আমরা গুড়িয়ে দিবো। হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষে করে ১৭ বছর দল করেছি। অনেক নির্যাতনের শিকার হয়েছি

    যদি আগামীতে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে কঠিন জবাব দিতে হবে। ভোটের অধিকার ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ভোটের অধিকার নিশ্চিত করা হবে।

     

     

    পাবনা জেলা যুবদলের সহসভাপতি বুলবুল আহমেদ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ জি এনজুরুল হক মঞ্জু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ,

     

    বেড়া উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির , বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সিনিয়র আইনজীবী সুপ্রিমকোর্ট এডভোকেট এসএম এ বারেক, আহম্মেদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসএম শাহ আলম, আহম্মেদপুরের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, যুবদল নেতা আওলাদ হোসেন।

     

    সার্বিক পরিচালনাও তত্ত্বাবধানে ছিলেন, আহম্মেদপুর ইউনিয়ন বিএনপি নেতা আল ফারুক সবুজ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ