• রাজনীতি

    ১০ দফা কী আগে নিজে বুঝুন, পরে জনগণকে বোঝান: মোশাররফ

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ৮:১২:২০ প্রিন্ট সংস্করণ

     

    কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগে বুঝতে হবে ১০ দফা কী, তারপর জনগণকে বোঝাতে হবে। কেননা বিএনপি একা সরকার পতন ঘটতে পারবে না। তাই জনগণকে সঙ্গে রাখতে হবে।

     

    তিনি বলেন, সরকারের পতন ঘটিয়ে আমরা একা সরকার চালাবো না। যারা এই সরকারের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে থাকবে তাদের নিয়ে সরকার গঠন করবো।

     

    রোববার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা হাইওয়ে সড়কের পাশের সৈয়দপুর এলাকায় একটি হোটেলে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফার ব্যাখ্যা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

     

    এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ঘোষিত ১০ দফার ব্যাখ্যা বিশ্লেষণ করেন।

     

    খন্দকার মোশাররফ বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের যদি কেউ বলে এই ১০ দফা না মানলে কী করবেন? আপনারা বলবেন, আমরা সরকারের পতন ঘটাবো। এই পতন শুধু বিএনপি নয় দেশের জনগণ ঘটাবে। জনগণের শক্তির ওপর কোনো শক্তি নেই। দেশের আরও ৩৩ দল আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। তাদের সঙ্গে জনগণকে নিয়ে এই সরকারের পতন ঘটাবো।

     

    খন্দকার মোশাররফ বলেন, শ্রীলঙ্কার দিকে তাকান। ১৮ বছর এক পরিবার থেকে পুরো দেশ চালানো হয়েছে। কিন্তু যখন জনগণ রাস্তায় নামছে তখন কেউ টিকতে পারে নাই। একজন জাহাজে করে পালিয়েছে, কয়েক জনকে উলঙ্গ করে পেটানো হয়েছে, পানিতে চুবানো হয়েছে।

     

    তিনি বলেন, ওই ক্ষমতা যদি চলে যেতে পারে, আইয়ুব খানের মতো ক্ষমতাবান যদি যেতে পারে, জনগণ এরশাদের মতো ক্ষমতাবানকে যদি তাড়াতে পারে বে আরেক জনকে তাড়াতে পারবেনা কেন? এটা করতে হলে আমাদের সবাইকে বুঝতে হবে। আর তার জন্যই আমরা ১০ দফা দিয়েছি।

     

    মোশাররফ বলেন, অনেকেরই ধারণা ছিল ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে আমরা বড় ধরণের আন্দোলনের ঘোষণা করবো। কিন্তু না, ঢাকার গণসমাবেশ ছিল বিভাগীয় গণসমাবেশ। অন্য জেলায় যে রকম গণসমাবেশ হয়েছে, ঢাকার গণসমাবেশও একই ধরণের। তবে আমরা আন্দোলনের ১০ দফা ঘোষণা করেছি। এর মধ্যে আমাদের গণমিছিল, গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।সারাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিয়েছে। এরপর আমরা গণঅভ্যুত্থানের ডাক দেবো। সবাই এ কর্মসূচি পালন করবেন।

     

    কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়া এই কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ। এসময় মহানগর বিএন‌পির আহবায়ক উৎবাদুল বা‌রি আবু, ভি‌পি জ‌সিম উদ্দিনসহ জেলা ও মহানগর বিএন‌পির নেতৃবৃন্দরা কর্মশালায় অংশ নেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ