• সারাদেশ

    সিরাজগঞ্জের বেলকুচির সাব-রেজিষ্ট্রারের নামে নানা অনিয়ম দুনীতির অভিযোগ

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৪:০০:২৩ প্রিন্ট সংস্করণ

     

     

    সেলিম রেজা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

     

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সাব রেজিষ্ট্রার হাসানুজ্জামানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূ্মি রেজিষ্ট্রি দলিলে যত স্বাক্ষর করবেন, সেই হারেই অতিরিক্ত টাকা আদায় করবেন। আবার দলিল অনুপাতে নির্ধারন রয়েছে ভিন্ন দর। তার নানা দুর্নীতি ও অনিয়ম এখন সবারই জানা। তিনি যেভাবে টাকা চাইবেন, সে ভাবেই টাকা না পেলে কাজ করেন না বলে জানা যায়। এবং তার দুর্নীতির সহযোগীতা করেন বর্তমান দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক তারিকুল ইসলাম লেবু এবং বেলকুচি উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মতিয়ার রহমান লাভলু। বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন সাব রেজিস্টার হাসানুজ্জামানের কাছ থেকে।

    নাম না প্রকাশে ইচ্ছুক একাধিক দলিল লেখক বলেন আমাদের দলিল লেখক সমিতির পদে থাকা দুই চার জন আছেন যারা নিজ সুবিধা ভোগের কারনে সাব রেজিস্টারকে নানা ভাবে সহযোগিতা ও সাহস যুগিয়ে থাকেন। এই সাহসে টাকার নেশায় বেপরোয়া হয়ে উঠেছেন হাসানুজ্জামান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেলকুচির সাধারন মানুষ,। জমি রেজিষ্ট্রি বাবদ সাব রেজিষ্ট্রার হাসানুজ্জামানের বেধে দেয়া নির্ধারিত অংকের টাকা না পেলে দলিলে স্বাক্ষর করেন না। তাই উপায় না পেয়ে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে দলিল সম্প্রদান করতে হয়। দলিল রেজিষ্ট্রি কারী ভূমি মালিকরা দুপুর ১টার মধ্যে না আসলে ৩ থেকে ৫ হাজার টাকা হারে অতিরিক্ত ফি নিয়ে থাকেন।

    সরজমিনে গিয়ে দেখা যায় সরকারী নিয়ম অনুযায়ী সকাল ৮টার সময় অফিসে আসার কথা থাকলে তিনি আসেন সকাল সারে ১০ টায়। বাড়তি টাকা আয় হলে কাজের নির্ধারিত সময় গড়িয়ে রাত সাতটা থেকে আটটা নাগাদ অফিস করেন বলে জানা যায়।

    দলিল লেখক লুৎফর রহমান হিটলার, আমিনুল ইসলাম, সাইদুল মল্লিক বলেন জেলার ভিতরে কমিশনে দলিল করলে ২৫ হাজার টাকা জেলার বাহিরে ৬০।থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন সাব রেজিস্টার।

    এ বিষয়ে জানতে চাইলে সাব রেজিস্টার হাসানুজ্জামান বলেন টাকা নেওয়ার বিষয়টি সম্পুর্ন মিথ্যা আমি কোন টাকা নেই না,যতটুকো জানি কিছু দলিল লেখক আমার নাম ভাঙ্গিয়ে টাকা নেয় বলে জেনেছি।,

    এ ব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান এই প্রতিবেদককে জানান, নিয়ম মেনে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হয়। সাব রেজিষ্ট্রার যদি অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত থাকে অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ