• রাজনীতি

    সারাদেশে বিএনপির সমাবেশ আজ, মাঠে থাকবে আওয়ামী লীগ

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১০:০৬:১১ প্রিন্ট সংস্করণ

     

    দেশের সব মহানগর ও উপজেলায় বিএনপির সমাবেশ ও মিছিল আজ। সমমনা বিভিন্ন রাজনৈতিক জোট, দল ও সংগঠনও যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে। এ জন্য প্রত্যেক দল ও জোট জোরালোভাবে নিজেদের প্রস্তুতি শুরু করেছে।

     

    সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। গত ১১ জানুয়ারি গণঅবস্থান থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

     

    বিএনপির নেতারা জানিয়েছন, প্রত্যেক মহানগরে এ কর্মসূচি ঘোষিত হওয়ায় এবার ঢাকার আশপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুরেও সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এ কারণে এসব জেলা থেকে নেতাকর্মীরা ঢাকামুখী হবেন না। অন্য জেলা থেকে নেতাকর্মীকে আসতে বলা হয়নি। ফলে ঢাকা মহানগর বিএনপির একক প্রচেষ্টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

     

    এদিকে বিরোধীদের কর্মসূচির মতো আজও মাঠে থাকবে আওয়ামী লীগ। বিএনপি এবং তার মিত্রদের দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি চলাকালে রাজধানী ঢাকাসহ সারাদেশে অবস্থান নেবেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজপথে সতর্ক পাহারায় থাকবেন তারা।

     

    জানা গেছে, রাজধানীজুড়ে এমন অবস্থানের পাশাপাশি কমপক্ষে দুটি বড় সমাবেশের মাধ্যমে শোডাউন করবে ক্ষমতাসীন দলটি। এ ছাড়া যুবলীগ রাজধানীতে আলাদা দুটি শান্তি সমাবেশ করবে।

     

    ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটে এবং মহানগর দক্ষিণের উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ দুটি অনুষ্ঠিত হবে।

     

    আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ ও মিছিলের দিকে সতর্ক নজর রাখা হবে।

     

    আলোকিত বার্তা ৭১/এসআর

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ