• খেলা

    কাশিনাথপুরে অ্যাসোসিয়েশন অব সৌখিন ফুটবল কর্তৃক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

      প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ৫:০১:৫৩ প্রিন্ট সংস্করণ

     

    মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টার:

     

    কাশিনাথপুরে অ্যাসোসিয়েশন অবব সৌখিন ফুটবল ক্লাব কতৃক প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জুন কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

    এ ম্যাচে সোনালি অতীত পাবনার সাথে অ্যাসোসিয়েশন অব সৌখিন একাদশের মধ্যের খেলাটি ২-২ গোলে ড্র হয়।

     

    উক্ত খেলায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব সৌখিন ফুটবল এর চেয়ারম্যান ডা.আব্দুস সালাম সহ ক্লাব সংশ্লিষ্ট সকলে।এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব সৌখিন ফুটবল একাদশের সভাপতি আলমগীর হোসেন আলম মোল্লা। সাধারণ সম্পাদক ইমরান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান হীরা।

    এ সময় বক্তারা বলেন – বৃহত্তর কাশিনাথপুরে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সৌখিন ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে।

     

    এ সময় বক্তব্য অ্যাসোসিয়েশন অব সৌখিন ফুটবল এর চেয়ারম্যান আব্দুস সালাম বলেন – শরীলকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই । আমরা গত ২০১৭ সাল থেকে যুব সমাজের মাঝে খেলাধুলার বিস্তার ঘটাতে ফুটবল একাডেমি চালু করেছি। এই একাডেমির মাধ্যমে প্রতিবছর প্রায় ১০-১২ জন ফুটবলার আমরা তৈরি করতে সক্ষম। আগামিতে এ কার্যক্রম অব্যহত থাকবে বলে যানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ