• খেলা

    গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন কাশিনাথপুর বিজ্ঞান স্কুল 

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৮:০১:৪২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন দল, পাবনা জেলার প্রতিনিধিত্বকারী কাশিনাথপুর বিজ্ঞান স্কুল ফুটবল দল অবশেষে রাজশাহী বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

     

     

    আজ বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মো. কামরুল ইসলাম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , রাজশাহী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. হুমায়ন কবির, সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

     

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো. নাসির উদ্দীন জেলা শিক্ষা অফিসার রাজশাহী। এছাড়াও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন গন্য মান্য ব্যক্তি উপস্থিত থেকে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

     

    এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের অভিভাবক সদস্য মো.মোখলেছুর রহমান মুকু সহ বিজ্ঞান স্কুলের আরো শিক্ষক বৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ