• সারাদেশ

    কালীগঞ্জে বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপিত

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৯:১৮ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃমুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

    গাজীপুর জেলা প্রতিনিধি বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কালীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

     

    দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি। এ সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, কৃষি কর্মকর্তা ফারজানা তসলিমা, মৎস্য কর্মকর্তা সাদিয়া জাহান, তুমলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবু বকর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাকারিয়া আল মামুন, সদস্য গাজীপুর জেলা প্রেস ক্লাব, পিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা এসময় অনুষ্ঠানে নদীর পরিবেশ রক্ষা ও নদী শাসন সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, বাংলাদেশ নদী মাতৃক হিসাবে খ্যাত। নদী প্রকৃতিকে বাঁচাতে না পারলে প্রকৃতি আমাদের উপর আঘাত করবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ