প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৬:১০:৪৪ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
আজ ২৯ অক্টোবর ২০২২ খ্রিঃ পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং ডে পালিত হল।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো পাবনা “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য আনন্দ র্যালি পুলিশ সুপারের কার্যালয়ের গেট হতে পুলিশ লাইন্স, পাবনায় গিয়ে শেষ হয়।
এরপর, পুলিশ লাইন্স এএসআই আব্দুল জলিল মিলনায়তনে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুনসী, পুলিশ সুপার, পাবনা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক, এমপি
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জনাব বিশ্বাস রাসেল হোসেন, জেলা প্রশাসক, পাবনা, জনাব মোহাম্মদ রেজাউল রহিম লাল, সভাপতি জেলা আওয়ামীলীগ, জনাব শরীফ উদ্দিন প্রধান, মেয়র পাবনা পৌরসভাসহ জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ,
সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজের অতিথিগণ। উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার এর মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ধর্ষক ইভটিজার-কে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে তিনি শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তার হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। এছাড়াও তিনি বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রোগ্রামের শুভ উদ্ধোধন করেন। উক্ত আয়োজনে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।