প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২২ , ২:৫২:৫০ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীন এর ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা।
কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৪৭ সালের আজকের এই দিনে (৩১ ডিসেম্বর) পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের শ্রীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৬৩ সালে পাবনা জেলা স্কুল থেকে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন।
মেরিট বৃত্তিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে বি এস সি ( কৃষি) ও ১৯৬৯ সালে এম এস সি ( কৃষি) অর্জন করেন।
এর পরে তৎকালীন চেকোস্লোভাকিয়ার( বর্তমানে চেক রিপাবলিক) রাজধানী প্রাগ থেকে ১৯৭৬ সালে পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন।
তিনি কৃষিবিদ ইনস্টিটিউট বাংরাদেশ প্রতিষ্ঠাতাদের একজন।তিনি একজন রোটারিয়ান যারা মানব জীবনের গুণগত মান উন্নয়নে মানব সেবায নিজেকে নিয়োজিত রেখেছেন।
তিনি বাংলাদেশ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিয়ে জাতীয় আন্দোলনের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান বিসেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।
সুজানগর উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অনুদান দিয়েছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন।
সম্প্রতি তিনি সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কাশিমনগরশ্রীপুরে ড. জয়নুল আবেদীন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
বর্তমানে তিনি স্বপরিবারে কানাডায় বসবাস করছেন।
.