• সারাদেশ

    সন্তানের মঙ্গল কামনা করেন একমাত্র বাবা-মা বললেন এস আই গোলাম মোস্তফা

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৬:৪৪:৪৫ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃ বাবুল রানা, ভোলা:

     

     

    ২৩ শে নভেম্বর সকাল ১২ টার দিকে জনসমক্ষে ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের ইলিশা ফাড়ির ইনচার্জ বিট পুলিশিং এর বিট অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন কোনো সন্তান বিপদে থাকলে, বাবা, মা, দোয়া করলে ঐ সন্তানের বিপদ দূর হয়ে যায়।এমন কি বাবা মার, দোয়া থাকলে কোনো সন্তানের প্রতি ঐ সন্তান কোন কাজে গেলে,ঐ কাজ সম্পন্ন করে, আল্লাহ রহমতে বাড়ি ফিরতে পারেন বলে তিনি মনে করেন।

     

    এই সময় তিনি আরো বলেন এমন কোন কথা না বলতে,যে কথা বললে বাবা মার মনে কষ্ট পায়,সবসময় জেনেও বাবা মার প্রতি সন্তান খেয়াল রাখে,

     

    মোঃ গোলাম মোস্তফা বলেন , বাবা- মার দোয়া থাকার কারণে, আমি যে কোনও কাজে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। বাবা  মা আমাকে সবসময় সৎ কাজ করার আদেশ দিতেন ।কোন সন্তান জেনেও তার স্ত্রীর কথায় বাবা মাকে কষ্ট না দেয়,এ বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার জন্য আহ্বান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ