• সারাদেশ

    রূপগঞ্জে গৃহবধূ কাকুলী হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ২:৫১:৩৪ প্রিন্ট সংস্করণ

    এনামুল  হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সিংলাবো এলাকায় হাফসা আক্তার কাকুলী হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসীরা। আজ ১৯ জানুয়ারি

    শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আমার বোন কবরে খুনি কেনো বাহিরে, খুনিদের গ্রেফতার চাই, খুনিদের ফাসি চাই এ স্লোগান দিয়ে এলাকাবাসী ও স্বজনরা ঢাকা-সিলেট হাইওয়ে

    মহাসড়ক অবরোধ করে।

     

    এসময় মহাসড়কের উভয় পাশে জান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় রূপগঞ্জ থানাদিন ভুলতা ফাড়ির পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়ে মহাসড়কের অবরোধ তুলে নেন।

     

    মানববন্ধনে বক্তারা বলেন, কাকুলী হত্যার ঘটনা আজকে ৯ দিন পার হয়ে গেছে পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তবে আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা বলে জানান এলাকাবাসী। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকাবাসী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা জোরদাবি জানাচ্ছি আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না করা হলে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে।

     

    পরে এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ