প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৪ , ৮:২৩:৩৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার :
অতি তীব্র দাবদাহ, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পাবনাসহ এ অঞ্চলের মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচুসহ নানা ফল ও ফসল। পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মোঃ হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে সোনাতলা ক্যানাল পাড়া ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে শুক্রবার বা’দ জুমআ ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিগণ ।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ হাফিজুর রহমান হাফিজ।
নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ আশপাশের শতশত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ফেলতে ফেলতে তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।##